Powered By Blogger

সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

অবিশ্বাসী ভালোবাসা

ঝরা পাতায় ছড়ানো পথে সময়ের নৌকায় দীর্ঘশ্বাসের
পাল খাটিয়ে শোকের দাঁড় টেনে পৌঁছে যাই বিরহী বন্দরে
নিলেমি ভালোবাসায় রাত কাটে প্রেমের হুল্লোড়ে
সস্তা স্নো-পাঊডারের প্রলেপের ফাঁকে দুঃখগুলো
টুপটাপ ঝরে পড়ে অশ্রুর নদীতে

পাইনের দীর্ঘ সারি কুয়াশাচ্ছন্ন মোমের মৃদু
আলোর মতোন চাঁদ বিভা ছড়ায় মৃত্যুর রঙে
সামুদ্রিক শব্দোচ্ছ্বাসে শুনিঃশ্রান্ত প্রেমের বিলাপ
বিষাদের ঊড়নি নাড়িয়ে দেয় হৃৎকম্পনের গতি
গাঢ় আধাঁরে তলিয়ে যাওয়া মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের
ঝলসানো আলোয় রাত্রিকে ঠেলে দেয় চোরা দরোজার দিকে;
নোনতা স্বাদের মৃত উত্তাল অতলান্তিক স্মৃতি

ডলফিনের উচ্ছলতায় নরোম সৈকতে স্বপ্নালু তন্দ্রায়
বিভোর তোমার চোখে;জোয়ার-ভাটার অপার বিস্ময় আর
বিভীষিকা!চলমান স্রোতে অবিশ্বাসী ঢেউয়ের
ছান্দসিক নৃত্যে ডুবে যাচ্ছি অবিরাম

৩১.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

স্বপ্ন

রবিউল মানিক

কিশোরী স্বপ্নের ভ্রুণ খসে পড়ে উত্তরাধুনিক সার্জারীতে
ক্রুশকাঠ বহনের অনুতাপে বিদগ্ধ মানুষ
যুগ-যন্ত্রণার অভিঘাতে বোধশূন্য,স্বপ্নহীন
দুঃস্বপ্নের হাঁসফাসেঁ গাঢ় আধাঁরে প্লাবিত আজ
গোয়ালের গরুর চোখেও খড়খড়ে লোনা স্বপ্ন
বোবা চাহনিতে ছবি আঁকে সতেজ সবুজ ঘাস,---
নয়,শুকনো খড়ের আঁটি ইতরের নীচতায়
কিশোরী যুবতী রমণীর চোখের দৃষ্টিতে খুঁজিঃ
বিশুদ্ধ,নির্মল স্বপ্ন।নীলাকাশ হতে ট্রুপারের
খসে পড়ার মতোন জানালার পাশ থেকে নেমে
আসা সাদা মেঘের মতোন শিমুল তুলার শুভ্র,শুঁচিময়
দুঃসহ আবর্জনায় নদীর ঘোলাটে জল নয়
স্ফটিকের স্বচ্ছতায় টলটলে নদীর জলের স্বপ্ন

৩০.0১.১১
পল্লবী,ঢাকা।

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

জীবনজয়ী বিজয়োল্লাস

রবিউল মানিক

কিশোরীর পবিত্র কান্নায় তিরতির কাঁপে পুকুরের জল
নোনা হাওয়ায় বিষন্নতা ছেয়ে যায় শরৎস্নাত ভোরের
শিউলি অপাপবিদ্ধা কিশোরী স্পর্শের অপেক্ষায়
কাক আর কুকুরের ডাকে উৎসবের আমেজ
জেগে ওঠে চারিদিক---সভ্যতা ঘুমিয়ে থাকে শীতল গুহায়
শুন্যাকারে মিল্কিওয়ে ধাবিত আজ কৃষ্ণগহ্বরে
মাথার ওপর নিঃসীম আকাশ ঢুকে যায় আরেক আকাশে
সূর্যোদয়ে কোন আশা নেই,সূর্যাস্তের কাছে প্রার্থনা নিষ্ফল
রৌদ্রে চৌচির ফসল,ঈশ্বর বলেন,'ঠিক আছে'
অতল সুড়ঙ্গ থেকে ভেসে আসে জীবনজয়ী বিজয়োল্লাস

২৯.০১.১১
পল্লবী,ঢাকা।

বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১

জ্বলজ্বলে ঘৃণা

রবিউল মানিক

সূর্যাস্তের ঘোলাজলে দীর্ঘ রেখা টেনে নৌকা ভাসে
কুয়াশাচ্ছন্ন দাঁড়ের শব্দ শুনিঃচোখের সমুদ্রে
সাতঁরে দেখেছি অবিশ্বাসী ঢেউয়ের ছান্দসিক কলতান
বাস্তবতায় আকীর্ন পার্থিব জগৎ আর বিমূর্ত পৃথিবী
ধূমায়িত হয়ে আসে---ভালোবাসাহীনতায় একই বালিশে
ভাগাভাগি করে নেই বিষাক্ত নিঃশ্বাস

জৈবনিক প্রেম আজ মৃতের নির্লিপ্ত ভঙ্গিমায় হিমাগারে
সতেজতার প্রয়াসে ব্যর্থ প্রেমিকার  বুকে জ্বলজ্বলে ঘৃণা

২৬.০১.১১
পল্লবী,ঢাকা।

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

শীতল অন্ধকার

রবিউল মানিক

টেবিলে একটি বই নিঃসঙ্গ,একাকী
ফ্লোরেসেন্ট বাল্বগুলো ক্লান্তিতে ঝিমোয়
কার্পেটে লুটিয়ে থাকা তোমার ব্রা,প্যান্টি,নাইটির
ওপর ঝাপিয়ে পড়ে আমার টি-শার্ট,ট্রাউজার
লালসার্ত কামনায়---উপোসী বাঘের হিংস্রতায়

শীতল অন্ধকারের রাত্রি জেগে থাকে

২৫.০১.১১
পল্লবী,ঢাকা।

সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

সাম্যবাদী বীজ

রবিউল মানিক

 মাটির তলায় নেই কোন বিভাজন
ওক,ফার,পাইনের শেকড় জড়িয়ে পরস্পর
সহাবস্থানে বিশ্বাসী,মৃতরাও ভাসে
পচাগলা শব হয়ে নদীর উজান স্রোত বেয়ে
বুলেট বিচ্ছিন্ন অঙ্গে শায়িত একই বধ্যভূমে
প্রতিবাদহীন,মূঢ়

পাতালের তলদেশ থেকে খুঁড়ে আনো
সাম্যবাদী বীজ

২৪.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

চেটো বামন

রবিউল মানিক







১.
চেটো বামন আকাশের গায়ে উল্কি এঁকে
বিকেলের উজ্জ্বলতা ঢেকে দেয় সন্ধ্যার কালিমায়
আড়মোড়া ভাঙে রাতজাগা কালো পাখি
সোনালী পাখি চক্রাকার চিহ্নে দিগন্তে উড়ে যায়

২.
সুমেরুর হিম বাতাসে ঢেকে যায় পৃথিবী
তুষারঝড়ে বিপর্য্যস্ত পাইনের বন
আমরা আরো ঝড়ের জন্যে প্রস্তত
প্রস্তত কালো পাখি

৩.
সারারাত অন্ধকারের সাথে যুদ্ধে বিজয়ী
তারুণ্যের রঙে উদ্দীপ্ত সূর্য্য উঁকি দেয়
দিগন্ত পেরিয়ে উড়ে আসে
সোনালী ডানার পাখি

২৩.০১.১১
পল্লবী,ঢাকা।

শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

অস্থির সময়

রবিউল মানিক

অস্থির সময় প্লাবনে ভেসে যায়
প্রাগৈতিহাসিক দেয়াল ঘড়ির পেন্ডুলাম হেলনে
জাগে যুথচারী জীবনের স্পন্দন;ভালোবাসা সওয়ার
অবিশ্বাসী কালো ঘোড়ার পিঠে বিনিময় করে কিউসেক মাপে

শশীরের অপার রহস্য উদ্ঘাটনে ব্যস্ত প্রেমিক পুরুষ
মাহেন্দ্রক্ষণে বলে ওঠেঃ
'তুমি আমার পৃথিবী,নূতন এক বিশ্ব'

বাঁধভাঙা খুশীর জোয়ারে কেঁপে ওঠে প্রিয় মানবী

২২.০১.১১
পল্লবী,ঢাকা।
http://www.notundesh.com/shahitta_news6.html

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

হিউমনোয়েড রোবট

রবিউল মানিক

একদিন বিষ্ণু দে'র কবিতা পড়ে মোহিত তুমি
আজ দেখ
ব্যাংকের উদর কতটা স্ফীত
কালো কি সাদা নির্বিকার

একদিন নক্ষত্রের মতোন
ফুটে থাকা পদ্মের জন্যে উৎলা হয়েছিলে
আজ ফ্লাওয়ার ভাসে
সাজানো থাকে সিনথেটিক ফুল

একদিন কৃষকের স্বপ্নের কথা বলতে
বলতে শ্রমিকের বঞ্চণার কথা
আজ খুব ফরসা দেখে কেনো
বিছানার চাদর,রঙিন বাহারী পর্দা

এখন তোমাকে একটা হিউমনোয়েড রোবট ছাড়া
আর অন্য কিছুই ভাবতে পারি না

২১.০১.১১
পল্লবী,ঢাকা।

সময়ের অস্থির জল

রবিউল মানিক

সময়ের অস্থির জলে নৌকা ভেসে চলে
দীর্ঘ রেখা টেনে কুয়াশাচ্ছন্ন দাঁড়ের শব্দ শুনি
নিকারীর জাল ফেঁসে বেরিয়ে যায় স্বপ্ন
একাকী পৌষী হিমেল রাতের শেষে টের পাই
গভীর চোখের সমুদ্রে সাঁতরে পৌঁছে গেছি
কাঙ্খিত দ্বীপে;যেখানে ভালোবাসারা পরম মমতায়
হাতে হাত রেখে নির্ভাবনায় খেলা করে

ইচ্ছেগুলো ডানামেলে যাক ভেসে,যেদিকে খুশী

২১.০১.১১
পল্লবী,ঢাকা।

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

ফিনিক্সিয় শুদ্ধতা

রবিউল মানিক

পৃথিবী থেকে আজন্ম লালিত সমস্ত গোলাপ গাছ শেকড়শুদ্ধ উপড়ে ফেলা হচ্ছে--
সযত্নে উত্তপ্ত, গলিত সীসা ঢেলে বন্ধ করে দেয়া হচ্ছে গাছের গর্তগুলো যেন কহ্মিণ-
কালেও শেকড় হতে কোন চারাগাছ না জন্মায়।সমস্ত বদ্ধ জলাশয়,বিল ভরাট করে
নির্মিত হচ্ছে বহুতল ভবন যেন কিশোরীর প্রথম ঋতুর রক্তমাখা লাল শাড়ীর মতোন
থোকা থোকা পদ্ম কারো মনে নান্দনিক চেতনা না জন্মায়।শ্মশ্মাণে পরিণত আজ সকল
কাশবন;চোখে পড়ে না কদম ফুলের ভেজা পরাগ গ্রীষ্মের দাবদাহে পোড়া আঙুনরাঙা
কৃষ্ণচুড়া,যে কৃষ্ণচুড়া মনে করিয়ে দ্যায়ঃলালপট্টি বাধা বিক্ষোভরত শ্রমিকের কথা।

ইতিমধ্যে দেহহীন লাবণ্যময় ভাস্কর্য 'কবিতা' শিল্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
জড় রাজাকার পলথিনের ন্যায়।আপোষকামী কবিদের বিকল্প লোভনীয় পেশায়
পূণর্বাসিত ও স্বেচ্ছাচারী,দুর্বিনীত কবিদের কয়েদ কিংবা নির্বাসনে পাঠানোর
পরিকল্পনা চুড়ান্ত।কবিতার সমস্ত সাপ্তাহিক,পাক্ষিক,মাসিক,ত্রৈমাসিক,ষান্নাষিক
ও বার্ষিক সংকলন,কবিতার বই,ছেড়াঁখোড়া পান্ডুলিপি রি-সাইক্লিং প্রক্রিয়ার
মাধ্যমে টিস্যু পেপারে পরিণত।নিষিদ্ধ যাবতীয় সুর,সুর উৎপাদনকারী বাদ্যযন্ত্র
বাজেয়াপ্তকৃত বাদ্যযন্ত্র ব্যবহৃত হচ্ছে অকুতোভয় সৈনিকদের নিখুঁত লক্ষ্যভেদী
অনুশীলনে।সুরেলা কন্ঠি গায়ক-গায়িকাদের বাধ্য করা হচ্ছে ক্রমাগত চিৎকারে
স্বরযন্ত্র বিকৃত করে ফেলার।

ফকফকে জোৎস্নারাতে নগরী ও গ্রামে নামে কারফিউ,টহলে নামে সাজোঁয়া বাহিনী
নিষ্প্রাণ,নিশ্চল দাড়িঁয়ে থাকা বাড়ী নয় বাড়ীর কাঠামোগুলো শকুনের দৃষ্টিতেখোঁজেঃ
ছিদ্রপথে জোৎস্নালোক অনুপ্রবেশ করে কি-না?কঠোরভাবে নিষিদ্ধ নান্দনিকপ্রেম,
বাধাহীন, দেহজ প্রেম।অবাধে অনুমোদন দেয়া হয়েছে ব্রোথেল,উন্মুক্ত পানশালার
তছনছ করে ফেলা হচ্ছে দোয়েলের আবাস,দোয়েলের মরদেহে মিলছে নগদ পুরস্কার
এক রক্তচক্ষু দানবের আদিম হুংকারে প্রকম্পিত,ভীত-সন্ত্রস্ত স্বদশের মাঠ,নদী ও বন।

নৈরাশ্য ও নৈরাজ্যের আবর্ত,বিপর্য্যস্ত ও ভূলুন্ঠিত মূল্যবোধ থেকে ফিনিক্সিয় শুদ্ধতায়
জম্ন নেবে অনন্ত সবুজ এক পৃথিবী,পাখির কলতানে মুখরিত নান্দনিক এক বাগান।

২০.০১.১১
পল্লবী,ঢাকা।

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

প্রেমিক

রবিউল মানিক





আমি পৌরষস্পন্দিত স্বেচ্ছাচারী ও আগ্রাসী এক প্রেমিক
ঈগলের ক্রুরতায় উপড়ে নেবো লালসার্ত সমস্ত চোখ
প্রেমের জন্যে শত-সহস্রবার নতজানু আমি
অবলীলায় উপ্রক্ষা করতে পারি ঝঞ্ঝাবিক্ষুদ্ধ দামোদর
যোজন যোজন মেইল নগ্নপদে পাড়ি দিতে যদি জানিঃ
পথের শেষে তোমার অবস্থান,প্রিয় মানবী

আমি নান্দনিক চেতনায় বিশ্বাসী এক প্রেমিক
একনিষ্ঠ সাধকের নিমগ্নতায় সার্বক্ষনিক ধ্যানে তোমাকেই চেয়েছি,মানবী
পৃথিবীর সমস্ত গোলাপক্ষেত্র আমি ইজারা নিয়েছি
ফুলেল সাজে তোমাকে সাজাবো বলে
আবেগের তীব্র বিষাদ,অতৃপ্ততায় তোমার সুগঠিত দেহ বয়,
হৃদয়ের সিক্ত নির্যাসে সিক্ত হতে চেয়েছি এই আমি তবুও
কোমল বাহুলগ্ন একটি মুহূর্তের জন্যে হাজার রাত বিনিদ্র থেকেছি
অর্ধেক জীবন প্রতীক্ষায় থেকেছি স্নিগ্ধ,রুদ্ধশ্বাস রসালো একটি চুম্বনের জন্যে

আমি শব্দচাষা কবি এক প্রেমিক
মনোবিশ্বের উজ্জ্বলতম নক্ষত্রের নাম প্রেম
তোমার দেহীরুপ ও জৈবনিক অতিচঞ্চলতায়-ই
ঘুরে-ফিরে আসে কবিতায়;পৃথিবীর শ্রেষ্ঠ নান্দনিক উপমায়
বর্ণনায়িত তোমার,চুল,চোখ,ঠোঁট,স্তন,কটি, নিতম্ব ও পা
শব্দসঞ্চারে বিমূর্ত রুপে আবির্ভূত আমার প্রেম

আজন্ম স্বাধীনতালিপ্সু যুবক এই আমি
আজ স্বেচ্ছায় দু'হাত বাড়িয়েছি
গোলাপের পাপঁড়িতে একে শৃঙ্খলিত করো

আজ তোমার কর্তৃত্বের সময় এসেছে,মানবী

১৮.০১.১১
পল্লবী,ঢাকা।

সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

নির্গুণের 'একটি সর্বাধুনিক কবিতা' পড়ার পর

রবিউল মানিক

চাল ডাল তেল নুন মাছ মাংশ দুধ ডিম
প্রেসক্লাব সচিবালয় সংসদ ভবন গণভবন
রাজনীতি অর্থনীতি সমাজনীতি দ্বৈতনীতি
প্রেম বিরহ কাম ক্রোধ ঘৃণা স্নেহ ভালোবাসা
পুলিশ দারোগা উকিল ম্যাজিষ্ট্রেট জজ জাষ্টিস
স্কুল কলেজ মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা
বাঙ্গালী রুশ ফ্রেঞ্চ জার্মান এ্যামেরিকান
গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাংক আইএমএফ এডিবি জাতিসংঘ
ইত্তেফাক বিচিত্রা নিউজ উইক রিডার্স ডাইজেষ্ট ফিল্ম ফেয়ার প্লেবয়
চেয়ারম্যান এমপি মন্ত্রী বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রী

সবার উপরে মেহনতী মুক্তিকামী জনতা
গণতন্ত্রের মহিমায় যারা পরিণত আজ ভোটারে

১৭.০১.১১
পল্লবী,ঢাকা।
http://www.bangladeshnews24x7.com/literatare/poetry/7041-2011-01-28-18-45-28.html

অন্ধকার

রবিউল মানিক

(জামান সুহৃদকে)

চাপ চাপ জমাট বাধা অন্ধকারে ক্রমশঃ
বিলীন হয়ে যাচ্ছে আমার সমগ্র চেতনা,অস্তিত্ব
মগজের প্রতিটি কোষ ঢেকে যাচ্ছে নিকষ কালো বায়বীয় আধাঁরে
শিরা-উপশিরা ব্যেপে ধেয়ে চলছে তরল অন্ধকার

বোবাপশুর মূঢ়তায় চোখে ভাসেঃ
নগরজীবনের শুণ্যতা,অবক্ষয়,ক্লান্তি,নৈরাশ্য,বিবমিষা
আধুনিক মানুষের মূল্যবোধ যুগমানসের সংকটে যন্ত্রণায় বিদ্ধ
শাণিত ও রক্তাক্ত প্রতিনিয়ত

আমার ভেতরেই সতত বয়ে চলেছে
ভালোবাসার অনন্ত এক মহাসমুদ্র
ঝরনা,পাহাড়,নদী,বন শোভিত নান্দনিক এক দ্বীপরাজ্য
পাখিরা ডানায় ফুলের পরাগ মেখে খেলা করে
শকুনেরা অনুপস্থিত

তবুও
কদাকার বাস্তবতার নিরাশার দোলাচলে
মানস সরোবরে আজ চোখে পড়ে না কোনো
আশার নীলপদ্ম
খাচাঁর মুনিয়া খাচাঁয়ই পড়ে থাকে

চক্রবর্তী,গাজীপুর
১৬.০১.১১।

শনিবার, ১৫ জানুয়ারী, ২০১১

মধ্যরাতের কাব্যগাথা

রবিউল মানিক

সাহারার আকন্ঠ তৃষ্ণায় ফেটে যাওয়া ঠোঁট
সুপেয় ঝরণার ন্যায় খুঁজে নেয় আবেগে সিক্ত রসালো ঠোঁটে
চুম্বনে চুম্বনে পৌঁছে যাই
শরীরের গভীর থেকে গভীরতর অতলে
স্নিগ্ধ প্রতিটি চুম্বনে অনুভূত হয়
নিরন্নতার যোগ্য উপাচার
দেহলগ্ন দীর্ঘ,রুদ্ধশ্বাস চুম্বনে অবিশ্বাসে দুলে উঠি
'যান্ত্রিক যুগের অভিঘাতে মানুষ প্রকৃতিবিচ্ছিন্ন'

নিটোল ছাঁচে গড়া সুচাগ্র স্তনে
মরুঝড়ে ঠোঁট গুঁজে রাখা উটপাখির নির্ভাবনায়
ভুলে যাই---বিবর্ধমান আণবিক যুদ্ধভীতি
বিপর্য্যস্ত শান্তি-সম্ভাবনা ও মানবিক মূল্যবোধ

দসোনালী যবের ঔজ্জ্বলে উন্মুক্ত পেট ও নাভীমূল
মনে করিয়ে দ্যায়ঃ
গভীর সমুদ্রে মোষের দুধের মতোন সাদা টলটলে
সদ্য জেগে ওঠা চরের;যেখানে আবাস গড়বে
বিরুপপ্রকৃতির বিরুদ্ধে সংগ্রামরত দুঃসাহসী,অকুতোভয়
আমাদের সন্তানেরা

মধ্যরাতে তোমার শরীরের উষ্ণতায়
নিখুঁত ভাজের জ্যামিতিক ভূ-গোলের চড়াই-উৎরাই
পেরিয়ে সবুজ ঘাসে ছাওয়া উপত্যাকায় যখন পৌঁছি;
আমার স্নায়ু,শিরা ও উপশিরা,অস্থি,মেদ,মজ্জা,
রক্ত-মাংশ সভ্যতার প্রতি ঘৃণা ও ধিক্কারে
রক্তবীজের বিস্ফোরণতায় খান খান হয়ে ফেটে পড়ি

মধ্যরাত ছাড়া এ্যামোন শৈল্পিক প্রতিমা আর কবে সম্পন্ন হয়েছিল

১৪.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

ফুলহত্যার মহোৎসব

রবিউল মানিক


সকালের শাহবাগের পাইকারী ফুলের বাজার
আমাকে মনে করিয়ে দেয়
'৭১ এর রায়ের বাজার,মিরপুর বধ্যভূমির
সারি সারি সাজানো বিভৎস লাশের কথা
রজনীগন্ধা গাঁদা চন্দ্রমল্লিকা হাস্নাহেনা কিম্বা থরে থরে সাজানো
গোলাপের ফ্যাকাশে চাহনিতে পাক জল্লাদের গণহত্যার
সাথে নির্বিচার ফুলহত্যার মহোৎসবের সাদৃশ্যতা খুঁজে পাই

ফুল থাকবে গাছে
ফুলের ভারে ডাল নুয়ে পড়বে সেজদার ভঙ্গিতে

আমি সহ্য করতে পারি না
সু-সজ্জিত ফুলের দোকানগুলো
স্তবকে স্তবকে নান্দনিকভাবে সাজানো ফুলগুলো দেখে মনে হয়
কসাইয়ের দোকানে ছাল-চামড়াহীন ঝুলন্ত
গরু-খাশীর লাশ নয়
নিষ্পাপ দেবশিশু'র লাশ ঝুলছে

আমি চাই
এই মুহূর্ত থেকে
সমস্ত ফুলগাছ সংরক্ষিত ঘোষণা করা হোক
কঠোর শাস্তির বিধান রেখে ঘোষণা করা হোক ফুলছেঁড়া'র বিরুদ্ধে
প্রণয়াসাক্ত কোন যুবক তার প্রণয়ীকে ফুল নয়
শব্দ দিয়ে মালা গেঁথে প্রণয় নিবেদন করুক
আঙুল কেটে রক্ত ঝরিয়ে শহীদ মিনার স্মৃতিস্তম্ভের
পাদদেশ রাঙিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো
যারা আরো বেশী সাহসী তারা বুকের রক্ত ঢেলে দেবে

ভীরু কাপুরুষেরা দরোজা বন্ধ করে ঘরে থাক

০৯.০১.১১
পল্লবী,ঢাকা। 

শনিবার, ৮ জানুয়ারী, ২০১১

শূণ্যতা

রবিউল মানিক

আমাদের মাথার ওপর অবারিত যে নীল আকাশ
সেটা কি সত্যি সত্যি আকাশ
আসলে আকাশ বলে কিছু নেই
একলক্ষ আলোকবর্ষের দৈর্ঘ্য আর ত্রিশহাজার আলোকবর্ষের প্রস্থে
সীমাহীন শূণ্যতার এক মহাসমুদ্র
যেখানে থরে থরে বাসা বেঁধে আছে
ছায়াপথ নীহারিকা ধূমকেতু কৃষ্ণগহ্বর শত কোটি গ্যালাক্সী
সুকঠিণ নিয়মের বেড়াজালে যারা শৃংখলিত

আমার বুকের ভেতরটাও ফাঁপা শূণ্যতায় ভরপুর
আকাশের সমানই;যেখানে বয়ে যাচ্ছে
ভালোবাসার অনন্ত এক মহাসমুদ্র---কষ্টের নদীরা প্রতিমুহূর্তে
কিউসেক কিউসেক বেদনা ঢালছে ভালোবাসার সফেদ ঢেউয়ে

পার্থক্য একটাইঃ
মহাকালের স্থাপনাগুলো শৃংখলিত পরাধীন আর
আমার ভালোবাসা,বেদনাগুলো
উদ্দাম,স্বাধীন।

০৭.০১.১১
পল্লবী,ঢাকা।

শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

নিরুপায় নাবিক

রবিউল মানিক

তোমার জন্যে জমানো শোকগুলো
একদিন পাখি হয়ে আকাশে উড়ে যাবে
দু'একটা মোলায়েম পালক খসে পড়বে
তোমার বেলকনী,কার্নিশ,লন কিংবা
পৌষী সকালে রৌদ্র স্নানরতা ঠিক তোমার কোলের ওপর
হৃদয়ের চাপ চাপ কান্নাগুলো
থোকা থোকা চন্দ্রমল্লিকা হয়ে ফুটবে বাগানে
তোমার স্নিগ্ধ পরশে সেগুলো নক্ষত্রের মতোন জ্বলে উঠবে

তোমার দু'চোখের দ্যুতিতে ঠিকড়ে পড়েছিল
সর্বনাশা আহ্বান---
ঠোঁটের ঝলমলে উজ্জ্বল শিখায়
সদ্য জন্মানো পাখার উইয়ের উচ্ছ্বাসে ঝাপিয়ে দেখেছি
জমাট হিমবাহের আস্তরণ
প্রেমান্ধ তবু
গলনাংক স্ফুটনাংক সম্পর্কিত পরিমিত জ্ঞান বোধহীন এ আমি
হৃদয়ে হৃদয় ঘষে উত্তাপের সঞ্চার করে গলাতে চেয়েছি
সুমেরুর সমস্ত জমাট বাঁধা তুষার
সমগ্র জীবনব্যেপে
ব্যর্থ অপচেষ্টা

নদী ও সমুদ্রের জল মিলেমিশে একাকারে
সামুদ্রিক জাহাজ ভেসে চলে উদ্দিষ্ট বন্দরে
স্থবির নাবিক নিমজ্জিত চোরাস্রোতে
স্বপ্নের জাহাজ ভেঙ্গে খান খান হয়
ডুবো পাহাড়ে
জাহাজ ভেড়াতে ব্যর্থ নিরুপায় নাবিক


খালি-ই পড়ে থাকে আশার বন্দর

০৭.০১.১১
পল্লবী,ঢাকা।

রবিবার, ২ জানুয়ারী, ২০১১

জীবনবোধ

রবিউল মানিক

 গোলাপের মিসাইলে পৃথিবীর সব
অস্ত্রাগার ধংশ হবে,বোমারু বিমান
ধ্বংশে ব্যবহৃত হবে গাঁদার কামান
বয়ে চলবে জীবন জয়ী উৎসব

আণবিক কবিতায় বিনাশ ঘটবে
বিকশিত পুঁজিবাদী পথের অস্তিত্ব
দারিদ্রযুক্ততা ক্ষুধা আজ পরাভূত
চারিদিকে থোকা থোকা ফুল ফুটবে

গলে যাবে হৃদয়ের তেজস্ক্রিয়তায়
নৈঃসঙ্গ নৈরাজ্য দ্বৈত অস্তিত্ব যাতনা
বিচ্ছিন্নতাবোধ ক্লিষ্ট দুঃসহ যন্ত্রণা
ভরে উঠবে জীবন মধুময়তায়

নান্দনিক গোলাপের কাছে নত আজ
শিথিল বন্ধনতার বিপন্ন সমাজ

০৩.১২.১০
পল্লবী,ঢাকা।

পেত্রাকান সনেট

রবিউল মানিক

শাশ্বত প্রেমেও নেই আজ অমলিন
নান্দনিকতা সভ্যতা কূড়েঁ কূড়েঁ খায়
মৌলনীতি মূল্যবোধ অসফলতায়
বেড়ে উঠছে তারুণ্য চলে প্রেমহীন
দেহজ মিলন চিন্তা শূণ্যের খরায়
সবুজ পৃথিবী ক্ষত-বিক্ষত বিলীন
মানূষের চোখ দ্যাখেঃধূসর শোভায়
আকাশ ও নদী ত্রাসে কাঁপে সারাদিন


'অবাধ যৌনতা'--- নয়, ফ্রয়েডীয় মত
দু'পায়ে মাড়িয়ে সত্য ও সুন্দর বুকে
নিয়ে দৃপ্তপদে চলে জীবন সতত
ভালোবাসা ও প্রেমের আস্বাদন মুখে
প্রিয় মানবীর তপ্ত শ্বাসে উজ্জ্বীবিত
মানুষ এগিয়ে যায় মানুষের সুখে

০২.০১.১১
সাভার,ঢাকা।

শনিবার, ১ জানুয়ারী, ২০১১

স্বতন্ত্র ধারার সনেট-৮

রবিউল মানিক

শ্মশ্মানে কখনো মৃত্যুবোধ আসে না জীবন অতি
প্রিয় মনে হয় গোরস্থানে যেমন বিষণ্ণতায়
ছেয়ে ফেলে মন তবু স্রষ্টার সৃষ্টিশীলে আস্থাহীন,
মূল্যবোধহীন মানবের আজ উদ্বেগ,হতাশা,
পারস্পরিক সন্দেহ,নৈরাশ্য,নৈঃসঙ্গ আর ক্লান্তি---
মানস চৈতন্যে অস্তিত্বের দোলাচলে জড়তায়
ম্রিয়মান,স্বপ্নহীনতায় কেটে যায় সারাদিন

স্থলে সাঁজোয়া বহর,আণবিক হাঙ্গর সাগরে
শ্যেণদৃষ্টিতে টহল দেয় পারমাণবিক চিল
পুঁজির নিরাপত্তায় নীতিহীন গবেষক জেতে
মর্যাদাকর নোবেল;নান্দনিক প্রেম দেয় আশা
তবুও যান্ত্রিক সভ্যতায় আজো কংক্রিট নগরে
থরে থরে সাজানো রয়েছে গোলাপের মিসাইল
জীবনের প্রতি আস্থা হারিয়ে মানব উঠবেই তেতে

০১.০১.১১
পল্লবী,ঢাকা।