Powered By Blogger

শুক্রবার, ৬ জুলাই, ২০১২

অবহার কাল


এখন অবহারের কাল
চন্দন মিশ্রিত জলে স্নান সেরে স্বস্ত্যয়ন করে এসো
মিশে যাই পরস্পরের ভেতর।

সুর্যোদয় হলে ‘পরে বৈতালিকদের স্তব
মাঙ্গলিক গীতবাদ্যের ধ্বণিতে হোম শেষে
পূণর্বার দ্বৈরথে মিলিত হব কুরুক্ষেত্রে।


দুর্যোগ

অত্যুজ্জ্বল অন্ধকারে ভুলে ভরা স্বপ্ন
চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে অক্ষিগোলকে
মানুষেরা ভুল স্বপ্ন সময়ের অবাস্তব চাঁদরে জড়িয়ে
রাখে আপাদমস্তক;চোখের সমুদ্রে কেউ কেউ
নিদ্রার নির্বোধ নৌকা নোঙরবিহীন ভাসিয়ে রাখে
দুঃস্বপ্নের আনাগোনা ঠেকাতে অথচ সূর্য্য
ঠিকঠাক সৈকতের নরম বালিতে লিখে যায়
দুর্যোগের নাম।