Powered By Blogger

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

কামাখ্যা মন্ত্র

নাটমন্দিরের প্রতিমা,অপরিণত ভ্রূণ,---
মাতৃসমা জলে ভাসে
দু'জনার সাজানো জীবন
ভাঙা দেয়ালের খোপে পরাচুল,মুখোস ও স্নেহময় উল

সর্বাঙ্গে জড়িয়ে ঘেরাজাল,মাছের আঁশটে গন্ধ
মালসার আগুনে পুড়ছে তুষ
দ্রুতগামী শীতে জ্বলছে শরীর,নারী
কতটুকু ওম ধরে রেখেছ সংবেদী হৃদয়ের ভাঁজে
সুদূর সূর্যের তাপে শুয়ে আছি
এই বালুচর,কাশের বন
ভূগোলের সরল প্রান্তরে

দীর্ঘসূত্রী জীবন,কামাখ্যা মন্ত্রে
শুধু ছুটে যায় সুতো,কাঠি ফাঁস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন