Powered By Blogger

মঙ্গলবার, ১০ মে, ২০১১

রাজহংসী

সারল্যের কৌতুহল ঝরে পড়ছিল তার দুই চোখ থেকে
সুর্যের নরোম আলো খেলা করছিল তার চোখে
রোদ্দুরের স্বপ্নমাখা ভালোবাসা জোছনার উন্মত প্লাবনে
ভেসে যাচ্ছিল কখনো;শিমুল পলাশে ঘেরা পুকুরের জলের
অপার বিস্ময়ে মুগ্ধ জলকেলীতে মুখর রাজ হাসেঁদের
মাছেদের প্রাণোচ্ছ্বাস;বিকেলের সূর্যরশ্মি ম্লান তার কাছে
একাকী,নিঃসঙ্গতার প্রতিমুর্তি শঙ্খের মতোন
সাদা,মসৃণ পা জলে ডুবিয়ে আনন্দে মেতেছিল
এক রাজহংসী য্যানো;ঝড়ো হাওয়ায় নিঃসঙ্গ ধবোল কপোত
ভীরু মোহাবিষ্ট এক তন্ময় পুরষ
দ্বিধার দেয়াল ভেদ করে মহাজাগতিক সড়কের শেষে
দাঁড়ালাম স্বপ্নাচ্ছন্ন তরুণীর মুখোমুখি গোধূলি বেলায়!
আসন্ন সন্ধ্যার সব বর্ণালী লালিমা ছিল তার চোখেমুখে
এবং তার স্বচ্ছ,কালো প্রগাঢ় চোখের অভিব্যক্তি,তীব্র
বিষের ধারালো তীর বুকের পাঁজর চির্বে আঘাত করল
তন্ত্রীতে তন্ত্রীতে ;শরীরের শিরা-উপশীরা ব্যেপে
তারপর কালরাত্রি গ্রাস করলো আমার সব আনন্দ ও
সুখের মুহূর্তগুলো;স্বাক্ষ্য দেবে শেষ বিকেলের
সূর্যরশ্মি এখনও ভোলেনি সেসব স্মৃতি দুঃসহ যাতনা
ক্লান্তি আর অবসন্নতায় স্তব্ধ বিনিদ্র প্রহরে

০৯.০৫.১১
উত্তরা,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন