Powered By Blogger

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

সমুদ্র বিষয়ক

সমুদ্রের লোনাজলে কত নীল বেদনার ইতিহাস,বানভাসী মানুষের স্বপ্ন
মিশে যায়---ঢেউয়ে ঢেউয়ে জাহাজের মাস্তুলে মাস্তুলে লেখা থাকে ঝড়ের কবিতা
খোলে খোলে বেঁজে ওঠে কালো মানুষেদের স্পর্ধিত শেকলের ঝনঝন শব্দে খোল
করতালে অফুরান গান;পাটাতনে চিৎ হয়ে উদভ্রান্ত নাবিক তাকিয়ে দেখিঃ
আদিগন্ত আকাশের শূণ্যতায় নিঃসঙ্গ মেঘের ওড়াওড়ি,বোবা রাত্রি ফেটে গেলে
দূর-দূরান্তের নক্ষত্রেরা আলোকরশ্মি ছড়িয়ে যায় আমার স্বপ্নের বিছানার
চারপাশ জুড়ে--- একদিন প্রবাহিত ঢেউ অতিক্রম করে সাঁতরাতে সাঁতরাতে
চলে যাব জনারণ্যময় উপকূলে;জেলেরা যেখানে জাল,টোপ ও বড়শি হাতে
নিরন্তর প্রতীক্ষায়--সহজতর বিষাদ বিষয়ক অসহ যন্ত্রণা অবিরত
তাড়া করে ফেরে।

সমুদ্র অতল থেকে কবে উঠে এসেছিল সৌভাগ্যের ঢেউ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন