Powered By Blogger

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

দীর্ঘ জলরেখা

শান্ত সাগরনদীর তীরে অতলান্ত জল্পনা,মনঃসীমায় শান্তি এসেছিল অপ্রত্যাশিত শর্তের কথা মনে আছে কুয়াশাচ্ছন্ন পথের প্রান্তে এসে দাঁড়িয়েছি স্বপ্নসিদ্ধ জীবন ও অবিমৃশ্য অন্ধকারে প্রণয়কথনের সংগত ক্লীবশ্বাস আতপ্তভিত্তি সংসারে তবু দৃঢ়সম্ভব উপসংহারে অপরিমেয় জলের ধারে ধ্বস্ত হৃদয় প্রতীকি ঢেউ এবং স্রোতে একঘেয়ে সূর্যহীন গন্ধ,--- অন্তরীন আলোকণা শূন্যে নীল কিংবা ঘরের নৈরাশ্যে দিগন্তের ক্লান্তি - আর দেখব না লাঞ্চিত চোখের দৃষ্টি - আরেকদিকে নির্লিপ্ত ক্ষমা জলের অজস্র বুদবুদে অনিশ্চয়তা ও প্রাত্যহিকতার সহমর তৃষ্ণা যতিচ্ছেদ চিহ্নের মতোন প্রেমে দীর্ণ বুকে ঢেউ আসে দুই চোখে দীর্ঘ জলরেখা