Powered By Blogger

বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

অন্ধ যুবতী

অন্ধ যুবতীর ঘরে আবৃত যোনীর রাত কাঁপে আজন্ম পাপের কূটিল অভ্যাসে খুলে যায় দু'হাতের মুঠো কুটিরে গ্রীষ্মের দাবদাহ পুড়ছে বিছানা 'বৃষ্টি দে,বৃষ্টি দে,' কেঁদে ওঠে জন্মান্ধ রমণী বৃষ্টি নেই উপুড় আকাশে কলঙ্কের আদরিনী নেঘ রজনীফুলের মুখ ভরে আসে পিপাসার্ত ভিতে বুকে তপস্যার মতো ঘন হয়ে ওঠে মেঘ স্বপ্ন ও নিস্তারহীন সর্বগ্রাসী রোদ,রক্তে- ইন্দ্রিয়কামনা গণিকার অসাড় শরীরজুড়ে স্বেদবিন্দুজল হেলে পড়া তালগাছে দুলছে বাবুইপাখির বাসা অন্ধ যুবতী নিঃসঙ্গ বিছানায়....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন