Powered By Blogger

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

বর্ণহীন



চারিদিকে অসহ্য রঙের ছড়াছড়ি
অথচ আজন্ম আমি বর্ণহীন

ঝঞ্ঝাবিক্ষুদ্ধ্ব,উত্তাল সাগরের মতো ফুঁসে উঠি
টকটকে লাল রঙা বিকিনি মোড়া
অনাবৃত দেহগুলো দেখে

বুল ফাইটিঙ দেখেছঃ
দুরন্ত ষাঁড়কে লাল কাপড়ের টুকরো দেখিয়ে
কেমন খেপিয়ে তোলে ম্যাটাডোর

রক্তাভ যৌবনে
কতবার তোমাকে রঙ্গীন পোষাকের ভার থেকে
মুক্ত করে দেখেছি জনন প্রদেশের
গভীরে গোলাপী বিচ্ছুরিত আভা
ক্ষ্যাপা ষাঁড়ের মতোন
ছিন্নভিন্ন করেছে তোমাকে