নিভৃত গুহাবাসের কাল শেষ হয়ে এল

সেই ভালো ছিল
পশুচর্ম,গাছের বল্কলে আচ্ছাদিত প্রাকৃত মানুষ
তার নশ্বরতার সীমানা জেনে নিয়ে অশান্ত রাত্রিতে
নিরাশ্রয়ের শরীরে মাথা পেতে দিতে শিখেছিল
আর তখুনি প্রমিথিউস অ্যাপোলোর অগ্নিরথ থেকে
মুঠোভর্তি দু'হাতে আগুন আনলেন
অতঃপর মনোহীনতার বিকারে আগুন জ্বেলে
গুহা পুড়িয়ে নির্মিত হল দৃষ্টি নন্দন নগর

এবং এই নগরেই প্রতিদিন নিরাশ্রয়ী মানুষেরা
আশ্রয়ের জন্যে পথে পথে ঘোরে

প্রমিথিউস আগুন কেন তুলে দিয়েছিল মানুষের হাতে