Powered By Blogger

বুধবার, ৬ মার্চ, ২০১৩

কারিলডা

ঢেঊ খেলানো পাতলা চুলে রাত্রির নিঃসীম অন্ধকারে
জল পিপাসিত চুম্বনের সাথে কাঁপা হাতে আঁকি নীলপদ্ম
অপ্রয়োজনীয় চুলের ফিতায় বেঁধে রাখি ভাঙা পাখা
ছাইয়ের স্তুপ থেকে উঠে আসা অপবিত্র পরীদের আমি জয় করে নিই

আমার চিকন গলা বেয়ে উঠে আসে বেদনার অব্যক্ত সঙ্গীত
সামান্য ভাগ্যের সাথে আমি প্রায়শঃই বুর্জোয়া রমণীর সঙ্গ লাভ করি
প্রদীপ্ত সূর্য্যের নীচে স্থির বসে থাকা আমার গানে
স্বর্গীয় বিবেচনায় বিস্ফোরিত হয়

আমি আমার নির্মেঘ কপাল রাঙাতে সাদা দুধ ব্যবহার করি
আমি ব্যবহার করি সুবিশাল আশা ও অস্থায়ী পেন্সিলে
এবং সমুদ্রের চেয়েও দূরাগত আমার প্রেমিকা

আমার ছোট্ট বাড়িটিতে ফুল পাখি ডিম
এমনকি বিশ্বকোষ এবং দুইটি নূতন পোষাক আছে
এবং এখনো এখনো.......আমি কাঁদতে পছন্দ করি

(মূলঃ কারলিডা অলিভার লাব্রা ,কিউবা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন