Powered By Blogger

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

গোধূলি উপ্যাখ্যান

গোধূলির পাকা রঙ মিলিয়ে গেলে সাহসী প্রেমিকা বুক মেলে ধরে কবির দু'চোখে তখন জোনাকপাখি,বৃষ্টিগাথা- তার ভেতরের ছন্দ,অপরাধ এবং পাপবোধ স্তবের মুহূর্ত ফেটে বের হয়ে আসে অতৃপ্ত রমণশব্দ বাতাসের অদৃশ্য দেয়াল থেকে লকলকিয়ে আগুন ওঠে আর কবির কলম নখের আঁচড়ে ভেঙে পড়ে ঠোঁটের কোণায় স্মিত হাসি নিয়ে কবি উঠে আসেন,নিমগ্ন-পায়ে বালি,কাদা ও কাঁকর পায়ের তলায় শতাব্দী দাঁড়িয়ে থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন