Powered By Blogger

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

ভুল সময়ের সন্তান

কোকিলভাষ্যে সমূহ প্রেম ঝরে পড়ে আনত চোখের দৃষ্টি,অশ্রুপাত ও রক্তের স্রোতে অনুদিত হতে থাকে হেমন্তের পাতাঝরা গান জলপতনের ধারা থেকে রাঢ় ও গাঙ্গেয় উপদ্বীপে শুধুই শূন্যতা - দূরদ্বীপবাসিনী রমণী ভুলে গেছ সার্বজনীন ভাষার ব্যাকরণ ও পরাবিদ্যক কবিতা যা লেখা হয়েছে কিংবা যা এখনও লেখা হয় নি - অনামী মেঘ,সামুদ্রিক শৈবাল ও ঢেউ গোধূলিবেলার শেষ বোঝাপড়া আমাদের মাঝখানে পারস্পর্যহীন অক্ষমালা,অনুশাষিত অতীত ছড়ানো চৈত্রের দুপুরের মতোন নূতন ভাষা কাকের অক্ষর এবং মনোলীনা গানে আত্মরতি সময়ের হাহাকার এখন কি তবে ভুল সময়,সবাই ভুল সময়ের সাহসী সন্তান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন