Powered By Blogger

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ঋণ

এত ছায়াচ্ছন্ন ভালোবাসা,দুপুরের তাপময় নির্জনতা,- কোথায় হারিয়ে গেল রামধনু পথে গ্রন্থ-মলাটের উন্মোচনে প্রেম-সম্মিলন আমাদের লৌকিক বিবেক এবং বাসনায় কী গভীর তৃপ্ত জলের ফোয়ারা আমাদের দুই চোখে স্বপ্ন,বুকের ভেতর হিম ও শিশির,- কুয়াশার টানে মুছে গেল,দূরে আগুনের তাপ ততটা ছিল না যতটুকু হলে উষ্ণতা ছড়ায় হিম ততটুকু এসেছিল যতটুকু হলে পৃথিবী বরফ হয়ে যায় আমাদের চারপাশের সমস্ত ঝাউগাছ মরে গেছে পায়ের তলার অবিমৃশ্য বালি শুধু অনন্য প্রতিভা নিয়ে জেগে আছে রক্তিম প্রতিভা নিয়ে আলো এসেছিল আমাদের সম্পন্ন উঠোনে তুমি তো জলের মেয়ে নও বোঝ নি আলো ও আঁধারের সমানুপাতিক শর্ত ফিরিয়ে দিয়েছো - খুলে দেখনি বুকের দৃঢ়তটে লেগে থাকা গুল্ম-লতায়,সবুজে লেখা প্রিয় নামের অক্ষর চিরদিনের অশান্ত ঘর,সংসারের ওপর কালো মেঘ,ঝড়,স্মৃতিজল অন্যপারে বাস্তুহীন ঠাঁই গুরুগুরু বোধনের ধ্বনি আর বিসর্জনের বিষাদে সমস্ত শব্দের কাছে ঋণ বাড়ছে - পশ্চিম থেকে পায়ে পায়ে উঠে আসা গোধূলির আলো এবং ফুলতোলা সকালের পথে প্রতীক্ষা করছি; এই ঋণ কখন তামাদী হয়ে যাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন